• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রাঙামাটিতে এনসিপির শ্রমিক উইংয়ের যাত্রা শুরু

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৯, ৩ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
রাঙামাটিতে এনসিপির শ্রমিক উইংয়ের যাত্রা শুরু

পার্বত্য জেলা রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির শ্রমিক উইংয়ের কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকালে জেলা শহরের কে কে রায় সড়কের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে শ্রমিক উইংয়ের কমিটি ঘোষণা করা হয়।

৪১ সদস্য বিশিষ্ট রাঙামাটি জেলা শ্রমিক উইংয়ের কমিটিতে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন আবুল কাসেম। এছাড়া যুগ্ম সমন্বয়কারী হিসেবে উষামং মারমা, জ্যোতি চাকমা, লেলু চাকমা, মো. সৈকত, সংগঠক হিসেবে সুশান্ত চাকমা প্রমুখ দায়িত্ব পেয়েছেন।

সংবাদ সম্মেলনে এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক কলিন্স চাকমা, এনসিপির রাঙামাটি জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা, যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন চৌধুরী, সাইদুল ইসলাম শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পাহাড়ের ৯০ শতাংশ মানুষই শ্রমিক। কেউ দিনমজুর, কেউ জেলে, সবাই খেটে খান। এনসিপির শ্রমিক উইং শ্রমিকদের স্বার্থ রক্ষায়, ন্যায্য অধিকার রক্ষার্থে মাঠে থাকবে৷ শ্রমিকদের অধিকার আদায়ে সব সময় পাশে থাকব। সংবাদ সম্মেলন থেকে চট্টগ্রামের পটিয়ায় এনসিপি নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার নিন্দা জানানো হয়েছে।

এসময় এনসিপি রাঙামাটি জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা বলেন, আমরা কাউকে শত্রু ভাবছি না। আমরা সবাইকে সঙ্গে নিয়ে সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখছি। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বিএনপি-জামায়াতসহ ছাত্র-জনতা সবাই ছিল। রাঙামাটিতে বর্তমানে যুব উইং গঠনের কাজ চলছে। আপাতত এনসিপি ও শ্রমিক উইংয়ের কার্যক্রম চলমান রয়েছে। আর জাতীয় নির্বাচনে প্রার্থিতা নিয়ে আমাদের কেন্দ্রীয়ভাবে এখনো কোনো নির্দেশনা নেই। আমরা এখন সাধারণ মানুষের কাছে যাচ্ছি। আগে সাধারণ মানুষের কাছে যেতে হবে, তারপরই তো ইলেকশন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2