• NEWS PORTAL

  • সোমবার, ০৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ভরদুপুরে বোরকা পরে এসে প্রকাশ্যে যুবদলকর্মীকে গুলি করে হত্যা

প্রকাশিত: ১৬:১৪, ৬ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ভরদুপুরে বোরকা পরে এসে প্রকাশ্যে যুবদলকর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজান উপজেলায় মো. সেলিম (৪২) নামে এক যুবদলকর্মীকে দিবালোকে নিজ স্ত্রী ও কন্যার সামনে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

রবিবার (৬ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ইশান ভট্টের হাট এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সেলিম কদলপুর ৭ নম্বর ওয়ার্ড শমসের পাড়া এলাকার বাসিন্দা। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে জানা গেছে।

পারিবার সূত্রে জানা যায়, সেলিম তার স্ত্রী ফেরদৌস আকতার ও মেয়ে সাবরিনাকে সঙ্গে নিয়ে চাচি শাশুড়ির জানাজা শেষে নিজ খামারবাড়িতে ফিরছিলেন। পথে ইশান ভট্টের হাট এলাকায় ওষুধ কেনার জন্য মোটরসাইকেল থামানোর পরপরই একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে বোরকা পরা দুই অস্ত্রধারী বের হয়ে তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বোরকার আড়ালে থাকা হামলাকারীরা পুরুষ এবং তাদের একজন ছিল লম্বা ও স্বাস্থ্যবান। অটোরিকশায় আরও কয়েকজন ছিল বলেও তারা জানান।

সেলিমের স্ত্রী ফেরদৌস আকতার বলেন, 'ওষুধ কিনে মোটরসাইকেলে উঠতেই গুলি করে পালিয়ে যায় ওরা। আশপাশে থাকা কেউ এগিয়ে আসেনি। পরে আমি ও কয়েকজন মিলে সিএনজিতে করে সেলিমকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

পুলিশ বলছে, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে এখনো হত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি। নিহত সেলিম মুরগি ও গবাদিপশুর খামার পরিচালনার পাশাপাশি বালুর ব্যবসায়ও জড়িত ছিলেন।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, 'ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।'

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2