আশুরার দিনে যা বললেন রিজভী

ছবি: রুহুল কবির রিজভী
পতিত সরকারের দোসরেরা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পথকে বন্ধ করার চেষ্টায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার (৬ জুলাই) বিকালে রাজধানীর টোলারবাগ এলাকায় জুলাই গণঅভ্যুথ্যানে শহীদ মুত্তাকিন বিল্লাহর অসুস্থ স্ত্রী নাইমা এরিন নিতুর সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি অভিযোগ করেন, সাইবার সুরক্ষা অধ্যাদেশের নামে অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদী আমলের কালা কানুন ফিরিয়ে আনছে। এসময় বিএনপি পরিবারের উদ্যোগে দলের চেয়ারম্যান তারেক রহমানের উপহার তুলে দেন বিএনপির এই নেতা।
এদিকে পবিত্র আশুরা উপলক্ষে রবিবার বাদ যোহর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রিয় কার্যালয়ে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রুহুল কবির রিজভী।
এসময় কারবালা ময়দানে শহীদ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তা'আলা আনহুর জীবন ও তার আত্মত্যাগের কথা তুলে ধরে বলেন, দেশমাতৃকার প্রতি ভালোবাসা থেকেই তিনি জীবন দিয়েছিলেন। তাই গণতন্ত্র রক্ষায় ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তা'আলা আনহুর দেখানো পথকেই অনুসরণ করবে বিএনপি।
বিভি/এমআর
মন্তব্য করুন: