• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

এবারের যাত্রা দেশ গঠনের: নাহিদ ইসলাম

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৬, ৭ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
এবারের যাত্রা দেশ গঠনের: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘২০২৪শের গণ অভ্যুত্থানে যেভাবে আমরা স্বৈরাচার ফ্যাসিবাদের পতন ঘটিয়ে ছিলাম, এবারের যাত্রা দেশ গঠনের। আমরা স্পষ্টভাবে বলেছি, শুধু ফ্যাসিবাদি সরকারের পতন হলেই হবে না, দেশ সংস্কারের মাধ্যেমে নতুন করে বাংলাদেশকে গঠন করতে হবে। এমন একটি বাংলাদেশ গঠন করতে হবে যেখানে গণতন্ত্র থাকবে, সমতা থাকবে, ইনসাফ থাকবে। একটি দুর্নীতি মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়া এই তরুণ প্রজন্মের, এই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আকাংখা।’ জুলাই পদযাত্রার ৭ম দিনে নাটোরের মাদ্রাসা মোড়ে এসব কথা বলেন তিনি।

আরো বলেন, আমরা ৩ আগস্ট শহীদ মিনারে ইশতেহার ঘোষণা করব। সেখানে আপনার আমার সকলের অর্থনৈতিক সামাজিক সংস্কৃতির মুক্তির কথা থাকবে। নতুন বাংলাদেশ পুনঃগঠনের রূপরেখা থাকবে।

জাতীয় নাগরিক পাটির সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্থা শারমিন বলেন, এই নাটোর বাংলাদেশকে সার্ভিস দিয়ে আসছে ব্রিটিশ আমল থেকে। এই নাটোর দেখিয়ে আসছে কিভাবে সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। এই নাটোরের রানী ভবানীর নাম আমাদের মনে আছে। এই নাটোর থেকে ব্রিটিশ বিরোধেী আন্দোলনের সূচনা হয়েছিলো। আমাদেরকে ভুলায় দেবার চেষ্টা করে লাভ নাই। আমাদেরকে আপোষ করার জন্য ডেকে লাভ নাই।

দলের মূখ্য সংগঠক (উত্তারাঞ্চল) সার্জিস আলমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, এনসিপির নাটোর জেলা প্রধান সমন্বয়ক অধ্যাপক জার্জিস কাদের, সিনিয়র সমন্বয়ক আব্দুল মান্নাফসহ নেতৃবৃন্দ। 

৭ম দিনে নাটোরে এনসিপির জুলাই পদযাত্রা বেলা সাড়ে ১১ টার দিকে নাটোর স্টেশন বাজার এলাকার একতার মোড় থেকে শুরু হয়ে শহরের মাদ্রাসা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত পথসভা করেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: