• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আপা এখন জাপায় ভর করেছে: রাশেদ খান

প্রকাশিত: ১৬:৫৫, ৮ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
আপা এখন জাপায় ভর করেছে: রাশেদ খান

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্বাসন হতে যাচ্ছে। আপা এখন জাপায় ভর করেছে। জাপাতে যে আন্তঃকোন্দল দেখতে পাচ্ছেন, এটা স্রেফ মেকি। 

মঙ্গলবার (৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে পোস্ট দিয়ে তিনি এ কথা লেখেন।

এর আগে গতকাল মজিবুল হক চুন্নুকে সরিয়ে শামীম হায়দার পাটোয়ারীকে মহাসচিবের পদে বসায় জাতীয় পার্টি। পরে আরও দুই সিনিয়র নেতাকে অব্যাহতি দেওয়া হয় দল থেকে।

এসব নিয়ে ফেসবুকে ক্ষোভ ঝেড়ে রাশেদ খান লিখেছেন, ভারতের নতুন ছক অনুযায়ী জাতীয় পার্টি সংস্কারের নামে একটা ধোঁকাবাজি চলছে। অন্তর্বর্তীকালীন সরকারও জাপাকে সুযোগ দিচ্ছে। উপদেষ্টাদের মধ্যে যেহেতু আপা ও জাপা ভক্ত রয়েছে। এক্ষেত্রে আপা সরাসরি ফিরে আসতে না পারলেও জাপার ঘাড়ে চড়ে আপাকে ফেরানোর বিষয়ে তারা ইতিবাচক!

ওই পোস্টে তিনি আরও লেখেন, তারই অংশ হিসেবে ভারত ও আপার নতুন খেলোয়াড় শামীম হায়দার পাটোয়ারীকে মাঠে নামিয়েছে। যেখানে এসব পাটুয়ারীদের জেলে থাকার কথা। সেখানে তারা হতে যাচ্ছে আপা রক্ষার মূল খেলোয়াড়! অন্তর্বর্তীকালীন সরকারের নখদর্পনে সবকিছু আছে। 

কিন্তু তারা ভারতের ভয়ে কাবু হয়ে জাপা দিয়ে আপা ফিরে আসার পথে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করছে না বলে মন্তব্য করে রাশেদ খান লেখেন, ইতোপূর্বে সাবের-মান্নানদের কাঁধে সওয়ার হয়ে আ.লীগকে ফেরানোর চেষ্টা করেছিলে। সেই প্রজেক্ট ভন্ডুল হওয়ায়, এখন পাটোয়ারী শেষ ভরসা!

বিভি/এজেড

মন্তব্য করুন: