• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আবরার ফাহাদ মাইলফলক ছিলেন’ 

প্রকাশিত: ১৮:২৯, ৮ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
‘ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আবরার ফাহাদ মাইলফলক ছিলেন’ 

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় শহীদ আবরারের কবর জিয়ারত করে জুলাই পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। বৃষ্টির কারনে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শুরু হয় এনসিপির অষ্টমদিনের জুলাই পদযাত্রা। 

মঙ্গলবার (৮ জুলাই) বেলা একটায় কুমারখালী উপজেলার রায়ডাঙা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন দলটির কেন্দ্রীয় নেতারা। এরপর কুমারখালীর আলাউদ্দিন মোড়ে পথসভা করে কুষ্টিয়া শহরে পদযাত্রা শুরু হয়। 

এর আগে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আবরার ফাহাদ মাইলফলক ছিলেন। আবরারের মৃত্যু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে ও বাংলাদেশের রাজনীতিতে মোড় ঘুরিয়ে দিয়েছিলো। আবরার ফাহাদ থেকে আবু সাঈদ সকল শহীদকে এনসিপি স্মরণ করে। তারা যেই বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, পদযাত্রার মাধ্যমে সেই বাংলাদেশ গড়তে দেশবাসীকে আহ্বান জানায় এনসিপি। অনুষ্ঠানে সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও দক্ষিন অঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ছাড়াও অন্য নেতারা উপস্থিত ছিলেন।

বিভি/এসজি

মন্তব্য করুন: