জাপার ৩ নেতাকে বহিষ্কারের কারণ কী, মুখ খুললেন চুন্নু

মুজিবুল হক চুন্নুসহ তিন নেতাকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি দেওয়ার কারণ কী?-রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন। এবার মুখ খুললেন মুজিবুল হক চুন্নু। গত জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরমের টাকার হিসাব চাওয়াতে বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। তার মতে, দলের জ্যেষ্ঠ নেতাদের অব্যাহতি দেওয়া অবৈধ ও স্বৈরাচারী আচরণ।
জাতীয় পার্টির আগামী কাউন্সিলে তারাও অংশ নেবেন এবং দলকে সুসংগঠিত করে নির্বাচনমুখী করবেন বলেও জানিয়েছেন মুজিবুল হক চুন্নু।
আনিসুল ইসলাম মাহমুদের দাবি, তারা এখনও স্বপদে বহাল আছেন। তাই অব্যহতির সিদ্ধান্ত বেআইনি। এ সিদ্ধান্ত বাতিল করে দলের কাউন্সিলের দাবি তোলেন তিনি।
আনিসুল ইসলাম মাহমুদের অভিযোগ, মৃত্যু পথযাত্রী হুসেইন মুহাম্মদ এরশাদকে দিয়ে জোর করে পার্টির চেয়ারম্যান পদ বাগিয়ে নেন জি এম কাদের।
আরেক নেতা রুহুল আমিন হাওলাদার বলেন, ভাঙার জন্য নয়, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চায় জাতীয় পার্টি।
প্রসঙ্গত, গতকাল সোমবার সন্ধ্যায় জাতীয় পার্টির মহাসচিব পদ থেকে মুজিবুল হক চুন্নুকে সরিয়ে দেয়ার ঘণ্টাখানেকের কিছুক্ষণের মধ্যেই দলটির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারকে প্রাথমিক সদস্যসহ সব পদ-পদবি থেকে অব্যাহতি দেন জি এম কাদের।
বিভি/টিটি
মন্তব্য করুন: