• NEWS PORTAL

  • শনিবার, ১২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

চাঁদাবাজ-সন্ত্রাসীদের জন্য জুলাই অভ্যুত্থানে শহীদরা জীবন দেয়নি: নাহিদ

প্রকাশিত: ২২:১৮, ১১ জুলাই ২০২৫

আপডেট: ২২:১৯, ১১ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
চাঁদাবাজ-সন্ত্রাসীদের জন্য জুলাই অভ্যুত্থানে শহীদরা জীবন দেয়নি: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘চাঁদাবাজ ও সন্ত্রাসীদের জন্য জুলাই অভ্যুত্থানে শহীদরা জীবন দেয়নি। ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ যেভাবে রাজপথে নেমেছিল একইভাবে সন্ত্রাসী ও চাঁদাবাজদের রুখতে রাজপথে নামবে।’ তিনি বলেন, আগে গুটিকয়েক ব্যবসায়ী মাফিয়ায় পরিণত হয়েছিল। তাদেরকে এখন একটি দল প্রশ্রয় দিচ্ছে।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই যোদ্ধাদের কিছুদিন পর জঙ্গী ও সন্ত্রাসী বানিয়ে মুখ বন্ধ করে দেওয়া হবে, যাতে ক্ষমতাকে কোনো প্রশ্ন করতে না পারে। এটা রুখতে আমাদেরকে জুলাই ঘোষণাপত্র আদায় করতে হবে।

শুক্রবার (১১ জুলাই) রাতে খুলনার শিববাড়ি মোড়ে এনসিপির পদযাত্রা পূর্ব পথসভায় তারা এসব কথা বলেন। শিববাড়ি মোড়ের পথসভা থেকে খুলনা জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ে এনসিপির কমিটি গঠনের জন্য সংগঠক হিসেবে হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফয়জুল্লাহর নাম ঘোষণা করা হয়। তিনি দ্রুত সময়ের মধ্যে আহ্বায়ক কমিটি উপহার দেবেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: