• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

এনসিপির অনুরোধে সমাবেশ স্থান পরিবর্তন করলো ছাত্রদল 

প্রকাশিত: ১৪:০১, ৩০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
এনসিপির অনুরোধে সমাবেশ স্থান পরিবর্তন করলো ছাত্রদল 

ছবি: সংগৃহীত

৩ আগস্টের সমাবেশের জন্য জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কেন্দ্রীয় শহীদ মিনার ছেড়ে দিয়েছে ছাত্রদল। আগামী ৩ আগস্টের ছাত্রদলের সমাবেশ এখন হবে শাহবাগে। বুধবার (৩০ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় ছাত্রদল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। সঞ্চালনা করেন সেক্রেটারি নাছির উদ্দিন।

এর আগে ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রসমাবেশ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত আবেদন করে ছাত্রদল। তারা অনুমতিও পায়। তবে এনসিপির অনুরোধে ছাত্রদল শেষ পর্যন্ত ছাত্রসমাবেশের স্থান পরিবর্তন করল।

লিখিত বক্তব্যে রাকিবুল ইসলাম বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রসমাবেশের ঘোষণা দিয়েছিল ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতিও পাওয়া যায়। তবে একই দিনে একই স্থানে এনসিপির কর্মসূচি থাকায় বিব্রতকর পরিস্থিতি এড়াতে সমাবেশের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদল।

উদার রাজনৈতিক চর্চা ও পরমতসহিষ্ণুতার মূল্যবোধ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ছাত্রদল সভাপতি। তিনি বলেন, ‘শাহবাগে ছাত্রসমাবেশ উপলক্ষে ঢাকাবাসীর কাছে আগাম দুঃখ প্রকাশ করছি। আমরা কাঁটার বদলে ফুল দিতে চাই। উত্তেজনার বদলে শান্তির বার্তা দিতে চাই।’

রাকিবুল ইসলাম বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে ছাত্রদল নানা নিপীড়নের মুখেও শান্তিপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও ছাত্রদলের অবদানকে অস্বীকার করা হচ্ছে। গুজব, অপপ্রচার ও অনলাইন আক্রমণের মধ্যেও ছাত্রদল সহাবস্থানের রাজনীতিতে অটল রয়েছে।

ছাত্রদলের এই অবস্থান গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও ইতিবাচক ধারার ছাত্ররাজনীতির প্রতীক হিসেবে ইতিহাস হয়ে থাকবে বলে মন্তব্য করেন রাকিবুল ইসলাম। তিনি বলেন, এই উদারতা অন্য রাজনৈতিক শক্তির জন্যও পথপ্রদর্শক হবে।

কাছাকাছি স্থানের সমাবেশ নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কার করছেন কি না, এমন প্রশ্নের জবাবে রাকিবুল ইসলাম বলেন, শান্তি ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ তাঁরা স্থাপন করেছেন। সমস্যা হওয়ার আশঙ্কা নেই এই কারণে, ইতিমধ্যে তাঁরা নেতা-কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। তাঁরা বলেন, এনসিপি যদি কোনো রকম উসকানিমূলক কাজও করে ছাত্রদল সে ফাঁদে পা দেবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান প্রমুখ।

বিভি/এসজি

মন্তব্য করুন: