• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘গণতন্ত্রের পথে মানুষ জেগেছে, নির্বাচন জানুয়ারিতে এলেও প্রস্তুত আমরা’

প্রকাশিত: ১৬:১২, ৩০ জুলাই ২০২৫

আপডেট: ১৬:১৩, ৩০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
‘গণতন্ত্রের পথে মানুষ জেগেছে, নির্বাচন জানুয়ারিতে এলেও প্রস্তুত আমরা’

ফেনীর মুহুরী ও কহুয়া নদীভিত্তিক বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়) শীর্ষক প্রকল্পের অংশগ্রহণকারীদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। বুধবার (৩০ জুলাই) সকালে ফেনী শহরের একটি মিলনায়তনে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়। 

সভায় মিন্টু বলেন, দেশের মানুষ গণতন্ত্র চায়। জনগণের মধ্যে এখন যে জাগরণ চলছে, তাতে নির্বাচন ফেব্রুয়ারির বদলে জানুয়ারিতেই এগিয়ে এলেও গণতান্ত্রিক শক্তির প্রস্তুতির কোনো ঘাটতি থাকবে না। আমরা প্রস্তুত।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ আজ নিরপেক্ষ ভোট, মৌলিক অধিকার আর সত্যিকারের অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে জেগে উঠেছে। এই জনতার জোয়ার আর আটকানো যাবে না।

এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদিন ভিপি, সাবেক এমপি রেহেনা আক্তার রানু, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু, বিএনপির কেন্দ্রীয় সহ সমবায় সম্পাদক বেলাল উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় নেতা বিপ্লব। এছাড়া উপস্থিত ছিলেন প্রকল্প সংশ্লিষ্ট কৃষক, স্থানীয় অংশীজন ও নাগরিক সমাজন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। 

বিভি/এসজি

মন্তব্য করুন: