যুব মহিলা লীগ নেত্রী মুক্তা ও যুবলীগ নেতা সোহাগ গ্রেফতার

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার মামলায় জেলা যুব মহিলা লীগের নেত্রী শিরিনা আক্তার মুক্তা ও তার স্বামী যুবলীগ নেতা শফিকুল ইসলাম সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাতে মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়া এলাকায় নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করে সদর থানা পুলিশ।
সদর থানা সূত্রে জানা গেছে, শিরিনা আক্তার মুক্তা (৩৭) উক্ত মামলার এজাহারভুক্ত ৫৩ নম্বর আসামি। তার স্বামী শফিকুল ইসলাম সোহাগ (৪৮) মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক এবং জেলা যুবলীগের বর্তমান সদস্য। তিনিও মামলার এজাহারভুক্ত ৫২ নম্বর আসামি।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
বিভি/টিটি
মন্তব্য করুন: