‘লুটেরা চাঁদাবাজদের সাথে কোনো আপস নয়’

লুটেরা চাঁদাবাজদের সাথে কোন আপস নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নতুন করে দেশ নির্মাণে কোন বিভ্রান্তিতে থাকা যাবে না। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের জনগণকে এর আগে ইভিএম গেলাতে পারেনি, এখন আবার পিআর পদ্ধতি খাওয়াতে চায়।
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি শেষে শুক্রবার (১ আগস্ট) অভ্যুত্থানের শহীদদের স্মরণ করলো বিএনপি। ঢাকার দুই প্রবেশপথ; গণঅভ্যুত্থানের অপ্রতিরোধ্য প্রাঙ্গন হিসেবে পরিচিত উত্তরা ও যাত্রাবাড়িতে আয়োজন করা হয় এই সমাবেশ। মহানগর উত্তর বিএনপির আয়োজনে উত্তরার সমাবেশে বক্তব্য দেন শহীদের স্বজনরাও। তাদের বক্তব্যে উঠে আসে সন্তানদের আকাঙ্খা বাস্তবায়নের আহ্বান।
রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারলে ফ্যাসিবাদ থেকে পরিপূর্ণ মুক্তি মিলবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এদেশে আর আওয়ামী লীগের রাজনীতি নয়।
ফ্যাসিস্ট হাসিনাবিরোধী আন্দোলন সংগ্রামের অন্যতম সূতিকাগার যাত্রাবাড়ীতে ২৪ এর গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দিনটা সবার জন্য আনন্দের হলেও শহীদদের পরিবারের জন্য সময়টা ভালো না।
তিনি বলেন, শহীদ পরিবারের সদস্য যারা বক্তব্য রেখেছেন তারা সবাই বলেছেন তাদের কেউ খোঁজ খবর রাখে না। অথচ, শহীদদের জন্য ফ্যাসিস্ট হাসিনাকে তাড়ানো গেছে।
সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকারও বৈষম্য করছে। এ আন্দোলনে যেসব মাদ্রাসা ছাত্র, রিক্সাওয়ালা, শ্রমজীবী মানুষ, শিশুরা শহীদ হয়েছে তাদের নিয়ে সরকারের কোন মনোযোগ নেই। একপক্ষ আছে শুধু আন্দোলনের কৃতিত্ব নিজেদের বগলদাবা করায়।
বিএনপি নেতারা দাবি করেন, সবাই ভুলে গেলেও বিএনপি সব সময় শহীদদের পরিবারের পাশে থাকবে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: