• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘কোনো কোনো শ্রমিক নেতা মালিকপক্ষের দালাল হয়ে কাজ করছে’

প্রকাশিত: ২০:১৯, ১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
‘কোনো কোনো শ্রমিক নেতা মালিকপক্ষের দালাল হয়ে কাজ করছে’

সংসদে শ্রমিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী। শুক্রবার (১ আগস্ট) এনসিপির শ্রমিক উইংয়ে যোগদান উপলক্ষে ডিআরইউতে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।

নাসীরুদ্দিন পাটোয়ারী বলেন, সংসদে ব্যবসায়ী ও আইনজীবীদের প্রতিনিধিত্ব বেশি থাকায় শ্রমিক স্বার্থ রক্ষা হয় না। এমনকি গণঅভ্যুত্থানের সরকারের সময়েও শ্রমিকের বুকে গুলি চালানোর মতো ঘটনা ঘটেছে। এই ব্যবস্থা বদলাতে হবে বলে মত তার।

তিনি অভিযোগ করেন, কোনো কোনো শ্রমিক নেতা মালিকপক্ষের দালাল হয়ে কাজ করছে। বাংলাদেশে শ্রমিক নেতার নামে মালিকপক্ষের হয়ে শ্রমিকদের ওপর নিপীড়ন চলতে থাকলে নতুন করে অভ্যুত্থানের শক্তি মাঠে নামবে বলে হুঁশিয়ার করে দেন তিনি। 

মালিকপক্ষের হয়ে কাজ করা শ্রমিক নেতাদের মুখোশ উন্মোচন করা হবে বলেও এনসিপির এই নেতা হুঁশিয়ার করে দেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: