দেশের ভিতরে-বাইরে ফ্যাসিবাদীরা বিভ্রান্তি সৃষ্টি করছে: দুদু

ছবি: সংগৃহীত
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু'র অভিযোগ, দেশের ভিতরে ও বাইরে ফ্যাসিবাদীরা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। ফেব্রুয়ারিতেই যাতে নির্বাচন হয়, বিষয়টি নিশ্চিতের দাবিও জানান তিনি।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এমন দাবি করেন তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন বাস্তবায়নের সুযোগ ছিলো। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছেন। কোনভাবেই যাতে নির্বাচন নিয়ে গড়িমসি করা না হয়, সে বিষয়ে সতর্ক করে দেন, বিএনপির এ নেতা।
তিনি বলেন, গণতন্ত্র ও নির্বাচন নিয়ে যদি কেউ টালবাহানা করে, তবে বুঝতে হবে তারা ফ্যাসিবাদি শক্তিকে আবারও দেশে ফিরিয়ে আনতে চায়। সংস্কারের কথা বলে ক্ষমতা দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই বলেও জানান, শামসুজ্জামান দুদু।
বিভি/এআই
মন্তব্য করুন: