• NEWS PORTAL

  • শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘যারা নির্বাচন করবেন তারা কেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন?’

প্রকাশিত: ২২:১৯, ১৪ আগস্ট ২০২৫

আপডেট: ২২:১৯, ১৪ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
‘যারা নির্বাচন করবেন তারা কেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন?’

ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মন্তব্য করেছেন, যে উপদেষ্টারা রাজনীতি ও নির্বাচন করবেন, তাদের নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয়। বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক ফেসবুক পোস্টে এই কথা বলেন গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান। 

তিনি বলেন, আমার প্রশ্ন হলো, যে ব্যক্তিরা রাজনীতি বা নির্বাচন করবেন, তারা কেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন? তখন বলা হয়েছিল, যারা উপদেষ্টা হবেন, রাজনীতি ও নির্বাচন করতে পারবেন না।

রাশেদ খান বলেন, এখন আবার নির্বাচনকালীন সরকারের কথা বলা হচ্ছে। এই সরকার কি অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার? কেউ পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য শপথ নেননি। বরং তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য উপদেষ্টা হয়েছেন। সুতরাং জাতিকে অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার আগে কারো পদত্যাগের সুযোগ থাকা উচিত নয়।

কেউ যদি দায়িত্বের বরখেলাপ করেন, তাকে জবাবদিহির আওতায় আনতে বহিষ্কার এবং শাস্তির মুখোমুখি করা উচিত এবং তিনি যে সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন, দায়িত্ব পালন না করলে তার থেকে ডাবল জরিমানা গ্রহণ করা উচিত।

বিভি/এসজি

মন্তব্য করুন: