• NEWS PORTAL

  • শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‌‘এই পুলিশ প্রশাসন দিয়ে কোন দিনই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব না’

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৯, ১৪ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
‌‘এই পুলিশ প্রশাসন দিয়ে কোন দিনই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব না’

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন বলেছেন, বাংলাদেশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব হল পুলিশ প্রশাসনের। কিন্ত আমরা এই ১ বছরে যে পুলিশ প্রশাসন পেয়েছি, এই পুলিশ প্রশাসন দেশের জনগণের নিরাপত্তা দিতে পারেনি। 

তিনি আরও বলেন, আজকে পুলিশ সদস্যরা জনগণের নিরাপত্তা দিবে, সেই পুলিশ সদস্যের সামনে একজনের মাথা থেতলে দেয়, সেই পুলিশ সদস্যরা নীরব দর্শকের মতো তাকিয়ে তাকিয়ে দেখে। এই পুলিশ বাহিনী দিয়ে আগামী নির্বাচনে যদি ভোট কেন্দ্রে নিরাপত্তা দেয়া হয়, তাহলে এই পুলিশ সদস্যের দিয়ে, পুলিশ প্রশাসন দিয়ে কোন দিনই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব না। 

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন থেকে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, এরা তো একটি মানুষকে রক্ষা করতে পারে না, ভোট কেন্দ্র কিভাবে রক্ষা করবে। ফেব্রুয়ারিতে বলা হচ্ছে নির্বাচন। কিন্ত বাংলাদেশের যে প্রশাসনিক ব্যবস্থা এবং সরকারের যে নাজেহাল ও লেজে গোবরে অবস্থা পাগলেও বিশ্বাস করবে না এই সরকার দিয়ে এবং পুলিশ দিয়ে ৫ থেকে ৬ মাস পরে  আগামীতে একটি সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন দেয়া সম্ভব। হাসিনার আমলে যে ভোট ডাকাতি, চুরি ও দফল হয়েছে, সামনের ৬ মাস পরে তার চেয়ে ভয়ানক পরিস্থিতি হবে। 

তিনি বলেন, আমরা বলেছি একটি জাতীয় সরকার গঠন করা দরকার। যদি জাতীয় সরকার হতো তাহলে এভাবে অত্যাচার, জুলুম, নির্যাতন হতো না। পি আর প্রদ্ধতিতে নির্বাচন হলে ছোট বড় প্রত্যাকটি রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে থাকছে। 

এসময় উপস্থিত ছিলেন জেলা শাখার গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগর, ছাত্র অধিকার পরিষদ টাঙ্গাইল জেলা সাধারণ সম্পাদক নবাব আলীসহ জেলা গণঅধিকার পরিষদ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিভি/এজেড

মন্তব্য করুন: