‘আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, কেউ রুখতে পারবে না’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন কেউ রুখে দিতে পারবে না। নির্বাচন পাহারা দেবে জনগণ। শনিবার (৩০ আগস্ট) নেত্রকোণায় মোক্তারপাড়া মাঠে জেলা বিএনপির সম্মেলনে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, পিআর পদ্ধতি না হলে নির্বাচন হবে না বলে যারা ঘোষণা দিচ্ছেন তারা ভিন্ন উদ্দেশ্যে এসব কথা বলছেন। যারা নির্বাচনে বাধাগ্রস্ত করতে চায় তারা নানা বাহানা ও ঠুনকো বিষয়ে বিভ্রান্তি করছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: