• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সারাদেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত 

প্রকাশিত: ১৮:২৩, ১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২২:৩৮, ১ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সারাদেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত 

ফাইল ছবি

সারাদেশে আজ (সোমবার) উদযাপিত হয়েছে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।    

ময়মনসিংহ নগরীর টাউনহল মুক্তমঞ্চে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। এদিকে, দিনটি উপলক্ষে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। 

দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে। এতে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। এর আগে প্রতিটি উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃত্বে নিজ নিজ ব্যানারসহ মিছিল নিয়ে ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠে জড়ো হন নেতাকর্মীরা।

বরিশাল মহানগর বিএনপির আয়োজনে নগরীর বটতলা বাজারের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদের নেতৃত্বে র‍্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে আসে। 

নাটোরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে সমবেত হয়। এতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

বগুড়ায় নবাববাড়ি সড়কের কার্যালয়ে জাতীয় ও  দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদ জিয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও শহরের দত্তবাড়ি এলাকায় এ্যাজমা কেয়ার সেন্টারে ডক্টরস অ্যাসোসিয়েশন অব  বাংলাদেশ-ড্যাব- এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। 

দিনটি উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি হয়েছে। শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে র‍্যালিটি সুপার মার্কেট এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা ও সদস্য সচিব মো. মহিউদ্দিনসহ অনেকে। 

নরসিংদীর মনোহরদী বাসস্ট্যান্ড থেকে বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কর্ণেল জয়নুল আবেদীনের নেতৃত্বে আনন্দ র‍্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। শুকুন্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গনি ফরাজি'র সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফেরদৌস আহমেদ খোকনসহ অনেকে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি সরকারী কলেজ গেট থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্যে শ্রদ্ধা জানান জেলা বিএনপির নেতাকর্মীরা। পরে মুক্তমঞ্চের সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আবছার।

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির উদ্যোগে জেলা পরিষদ প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর বের করা বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে স্থানীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে গিয়ে হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। 

চুয়াডাঙ্গায় সাহিত্য পরিষদ চত্বর থেকে জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আসে। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু, সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরিফসহ অন্যান্য নেতারা। 

নারায়ণগঞ্জে নগরীর খানপুর থেকে সাবেক যুবদল নেতা মাসুদুজ্জামানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান, প্রধান সড়ক ঘুরে নগরীর চাষাড়ায় বিজয়স্তম্ভে গিয়ে শেষ হয়।

হবিগঞ্জে শহরের ঈদগাহ সড়ক থেকে একটি র‍্যালি বের হয়ে শহর ঘুরে আসে। এর নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান চৌধুরী জীবন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরীসহ অনেকে। 

বাগেরহাট সদর থানা মোড় এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, আহ্বায়ক কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলমসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এছাড়াও নানা আয়োজনে দিনটি উদযাপন হয়েছে সাভার, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, নেত্রকোণা, ঝালকাঠি, ঝিনাইদহ, বরগুনা, জয়পুরহাট, গাইবান্ধা, মাদারীপুর, জামালপুর, গোপালগঞ্জ, নওগাঁ, পাবনা, রাঙামাটি, মাগুরা, নীলফামারী, ঠাকুরগাঁও, চাঁপাইনবাবগঞ্জেও।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2