দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত জাগপা সভাপতি

রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সভাপতি খন্দকার লুৎফর রহমানকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে এই ঘটনা ঘটে। এ হামলায় তার ডান হাঁটু, ডান হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং একাধিক স্থানে সেলাই দিতে হয়।
জাগপার একাংশের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, সোমবার রাতে গণঅধিকার পরিষদের কার্যালয়ে একটি বৈঠক অংশগ্রহণ করেন লুৎফুর রহমান। সেখান থেকে বেরিয়ে সড়ক পার হওয়ার সময় একদল সন্ত্রাসী রাম দা দিয়ে এলোপাতারি কুপিয়ে মারাত্মকভাবে তাকে আহত করে। দ্রুত তাকে কাকরাইলের ইসলামী হাসপাতালে নেওয়া হয়। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
ঘটনার পরপরই আহত খন্দকার লুৎফর রহমানকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম সেখানে ছুটে যান। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং আহত নেতার সুচিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানান।
এই ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনা গভীর চক্রান্তের অংশ। আগামী নির্বাচন বানচাল করতেই এমন ঘটনা ঘটছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও তাদের আইনের আওতায় আনার দাবি জানান বিএনপি মহাসচিব।
বিভি/এসজি
মন্তব্য করুন: