• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বিচার বিভাগের মাধ্যমে জাপাকে নিষিদ্ধের পরামর্শ বিশ্লেষকদের 

প্রকাশিত: ১৩:০১, ২ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বিচার বিভাগের মাধ্যমে জাপাকে নিষিদ্ধের পরামর্শ বিশ্লেষকদের 

ফাইল ছবি

জাতীয় পার্টিকে নিষিদ্ধ নয়, অতীত কর্মকাণ্ডের জন্য দলটির নেতাদের শাস্তির পাশাপাশি জবাবদিহিতায় আনার কথা বলছেন বিশ্লেষকরা। দলটিকে নিষিদ্ধ করতে হলে নির্বাহী বিভাগ নয়, বিচার বিভাগের মাধ্যমে করার পরামর্শ তাদের। জাতীয় পার্টি জন্মলগ্ন থেকেই বিতর্কিত মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের দোসর হিসেবে গত ১৫ বছরের কর্মকাণ্ডের জন্য তাদের বিচারের আওতায় আনা সময়ের দাবি। 

নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে পতন ঘটে তৎকালীন এরশাদ সরকারের। এরপর বেশ কিছুকাল ক্ষমতার বাইরে ছিলো জাতীয় পার্টি।

গত ১৫ বছরে দলটি জনআকাঙ্ক্ষা উপেক্ষা করে আওয়ামী লীগের ওপর ভর করেই বরাবরই ক্ষমতার মসনদে থাকার চেষ্টা করেছে জাতীয় পার্টি। গেলো বছর ৫ আগস্ট দেশের মাটিতে আওয়ামী লীগের বিদায় ঘন্টা বাজলেও ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে উঁকি মারছে বিতর্কিত ও সমালোচিত জাতীয় পার্টি। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল দলটিকে নিষিদ্ধের দাবি তুলেছে। বিশেষ করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর ওপর হামলার পর দাবিটি আরো জোরালো হয়েছে। 

তবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে দলটির নেতৃত্বকে জবাবদিহিতায় আনার পক্ষে মত রাজনৈতিক বিশ্লেষকদের। জাতীয় পার্টির বিচার না হলে আগামীতে তাদের মাধ্যমে আওয়ামী লীগ সংগঠিত হওয়ার প্রচেষ্টা চালাবে বলেও শঙ্কা তাদের।
 
জাতীয় পার্টি প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলো অভিযোগ করে দলটির কার্যক্রমে বিধি নিষেধের আরোপের পক্ষে মত তাদের। 

  

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2