• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

প্রধান কাজ গণতন্ত্র ফিরিয়ে আনা, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: আমীর খসরু

প্রকাশিত: ২০:১৪, ১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২০:১৬, ১ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
প্রধান কাজ গণতন্ত্র ফিরিয়ে আনা, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এখন প্রধান কাজ হচ্ছে গণতন্ত্র ফিরিয়ে আনা। তাই, ফেব্রুয়ারির প্রথমার্ধেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। কেউ যদি এই নির্বাচনকে বাধাগ্রস্থ করতে চায়, তবে তারা গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিবে, বাংলাদেশের জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার বিপক্ষে অবস্থান নিবে। 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি এলাকায় চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত বর্ণাঢ্য র‍্যালির শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরেও বলেন, সারাদেশের ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ার যদি কেউ বাধাগ্রস্থ করতে চায় তবে তারা গণজোয়ারে ভেসে যাবে। কেউ যদি নির্বাচনে জিততে পারবে না সেই ভয় থেকে নির্বাচন করতে না চায়, তবে সেটি তাদের সমস্যা, এটি বাংলাদেশের মানুষের সমস্যা নয় বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা। 

সমাবেশ শেষে বর্ণাঢ্য একটি র‍্যালি বের করা হয় যা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বিএনপি নেতা ডা: শাহাদাত হোসেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির অআহ্বায়ক এরশাদ উল্লাহসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2