জনগণ তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে: প্রিন্স

ছবি: সৈয়দ এমরান সালেহ প্রিন্স
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন তারেক রহমান আরেক জিয়াউর রহমান। জনগণ তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে। তারেক রহমানের হাত ধরেই বিএনপি শহীদ জিয়াউর রহমানের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করবে, দেশের মালিকানা জনগণের হাতে তুলে দেবে।
বুধবার (৩ আগস্ট) বিকালে ময়মনসিংহের হালুয়াঘাটের পৌর শহরের ডি এস মাদরাসা ময়দানে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত মিছিলপূর্ব বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি এবং জিয়া পরিবার বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ। ৪৭ বছরে আপামর জনসাধারণের ভালোবাসা, আস্থা ও বিশ্বাসে সিক্ত হলেও হাসিনা, এরশাদসহ আধিপত্যবাদী শক্তি বিএনপি ও জিয়া পরিবারকে বার বার ধ্বংস ও নিশ্চিহ্ন করতে চেয়েছে। কিন্তু জনগণ ততোবারই বিএনপি ও জিয়া পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে, শক্তি ও সাহস জুগিয়েছে, রক্ষা করেছে।
এমরান সালেহ প্রিন্স আরও বলেন, বিএনপি ও জিয়া পরিবার জনগণের শক্তিতে বলীয়ান হয়ে ওইসব অপশক্তিকে পরাজিত করেছে। তারেক রহমানের দুচোখ ভরা স্বপ্ন, দৃষ্টি জুড়ে বাংলাদেশ ও বুক ভরা আশা।
দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় বিএনপির আহ্বানে আজ দেশব্যাপী উপজেলা সদরে বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে হালুয়াঘাট পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ বক্তব্য রাখেন। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক, সদস্য এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভি/এআই
মন্তব্য করুন: