আ. লীগ অর্থনীতি ধ্বংস করে হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে: ড. মঈন খান

আওয়ামী লীগ দেশের অর্থনীতি ধ্বংস করে হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, মধ্যম পন্থায় বিএনপি রাজনীতি করে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির প্রয়াত অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকীতে তিনি এ মন্তব্য করেন। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলেও জানান স্থায়ী কমিটির এ সদস্য।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশাজীবীর নাগরিকগণ।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: