ষড়যন্ত্র করে লাভ নাই, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে: নিতাই রায়

আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র করে কোন লাভ নাই নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ৩০লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেও রক্ষা পাননি। ভারতে পালিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে নারীদের জন্য বিশেষ কর্ম পরিকল্পনা নেওয়া হবে। জেলার কর্মসংস্থান বৃদ্ধি সহ স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নেও বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক এ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী, এ্যাডভোকেট রোকনুজ্জামান, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক গোলাম জাহিদ, সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ।
সমাবেশে শতখালীসহ আশপাশের ইউনিয়ন এর হাজার হাজার নেতাকর্মীরা উৎসব মুখর পরিবেশে অংশ গ্রহণ করে।
বিভি/এজেড
মন্তব্য করুন: