• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে বিএনপির মনোনয়ন চান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আউয়াল

প্রকাশিত: ১৩:২৮, ১৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৩:২৮, ১৯ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে বিএনপির মনোনয়ন চান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আউয়াল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি শিক্ষানুরাগী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আউয়াল। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর প্রেসক্লাব সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে  বলেন, আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নবীনগর থেকে বিএনপির নমিনেশন চাইব, এজন্য কাজ করে যাচ্ছি। 

এ সময় তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করতে পারলে দেশ উন্নতি ও সমৃদ্ধিতে এগিয়ে যাবে।  এই কর্মসূচি বাস্তবায়ন করতে তিনি সবসময় সচেষ্ট থাকবেন। দল যাকে যোগ্য মনে করবে তাকেই মনোনয়ন দিবে, তাদের পক্ষে এবং দেশের কল্যানে বিএনপির প্রতিটি নেতাকর্মী কাজ করবে বলেও মনে করেন তিনি। আগামী নির্বাচনে দল থেকে মনোনয়ন দিলে এবং নির্বাচনে জয়লাভ করলে ৩১ দফার পরিপূর্ণ বাস্তবায়নের চেষ্টা করবেন বলে জানান আব্দুল আউয়াল। আর দল যদি মনে করেন তার চেয়ে যোগ্য কেউ আছেন, সেটিও দলের সিদ্ধান্ত। তবে দলের ৩১ তথা বাস্তবায়নে এলাকার মানুষের সাথে সম্পৃক্ত থেকে কাজ করতে চান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। বীর মুক্তিযোদ্ধা একে এম জসিম উদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোরশেদুল ইসলাম লিটনসহ প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2