• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

‘পিআরের কারণে নেপালে কয়েক বছরে ১৪ বার ক্ষমতা পরিবর্তন হয়েছে’  

প্রকাশিত: ১৪:৪৫, ১৯ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
‘পিআরের কারণে নেপালে কয়েক বছরে ১৪ বার ক্ষমতা পরিবর্তন হয়েছে’  

ফাইল ছবি

পিআরের কারণে নেপালে কয়েক বছরে ১৪ বার ক্ষমতা পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমএ ভবনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। 

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ৫ আগস্টের আগে কেউ পিআর পদ্ধতি নিয়ে আলোচনা করেনি। এখন কিছু দল কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট মতামত শোনাচ্ছে বলে মন্তব্য তার। বলেন, কেউ কেউ পিআরের জন্য রাস্তায় নামছেন। যারা জনগণের অনুমতি না নিয়েও জনগণের মতামত হিসেবে চালাচ্ছে, তারা আসলে নির্বাচন পেছাতে চায়। ডা. জাহিদ বলেন, দলবাজি করার জন্য, জনগণ না চাইলেও নিজেদের মতামতকে জনগণের মতামত  বলে চালিয়ে দেওয়ার জন্য যারা তাবেদারি করছেন তারা স্বৈরাচারকে ফিরিয়ে আনতে চাচ্ছেন। জনগণের মতামতকে অন্য আন্তর্জাতিক গোষ্ঠীর ফায়দা আদায়ের কাজে ব্যবহার করলে দেশের মানুষ তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এসময় ভুয়া ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2