কোনো রাজনৈতিক দলকে জোর করে ক্ষমতায় যেতে দেওয়া হবে না: মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনসমর্থন ছাড়াই দেশের একটি রাজনৈতিক দল গায়ের জোরে সরকার পরিচালনার দায়িত্ব নিতে ব্যস্ত হয়ে পড়েছেন। দিন বদলের পালা এসেছে, গায়ের জোরে কোনো কিছু আর দখল করতে দেওয়া হবে না। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে রংপুর মহানগর জামায়াতের আয়োজনে স্থানীয় পাবলিক লাইব্রেরী মাঠে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবি কর্মসূচিতে এ কথা বলেন তিনি।
জামায়াত সেক্রেটারি বলেন, ঐকমত্য কমিশনের একমত হওয়া বিষয়গুলো সংবিধান আদেশ জারি ও গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি দিতে হবে। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং ফ্যাসিবাদের দোসরদের বিচারের মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন চায়।
রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খানের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজসহ অনেকেই। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: