দেশের একজন নিয়মিত করদাতাও ছিলেন টিউলিপ সিদ্দিক

ছবি: টিউলিপ সিদ্দিক (ফাইল ফটো)
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকের কেবল বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টই ছিলো না, তিনি এ দেশের একজন নিয়মিত করদাতাও ছিলেন।
সম্প্রতি বাংলাদেশের একটি গণমাধ্যেমর অনুসন্ধানে পাওয়া গেছে টিউলিপ অন্তত এক দশক ধরে নিয়মিত আয়কর বিবরণী জমা দিয়েছেন। সেখানে আয়ের খাত হিসেবে ব্যবসা বা পেশার বিষয়টিও উল্লেখ করেছেন। নির্দিষ্ট ব্যবসা বা পেশার কথা না উল্লেখ থাকলেও একটি অর্থবছরে মাছের ব্যবসার কথা উল্লেখ আছে। টিউলিপের নামে ঢাকার গুলশানে একটি ফ্ল্যাটও রয়েছে। কিন্তু আয়কর নথিতে ওই ফ্ল্যাটের কথা তিনি উল্লেখ করেননি।
বাংলাদেশি নাগরিক হিসেবে নিয়মিত আয়কর দেওয়া, নিজ নামে ফ্ল্যাট নিবন্ধনসহ বেশকিছু বিষয়ে টিউলিপের আইনজীবীর কাছে দুই দফায় জানতে চেয়েও কোনো জবাব পায়নি সংবাদমাধ্যমটি।
তবে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট ইস্যুতে টিউলিপের একজন মুখপাত্র দাবি করেছেন, বাংলাদেশ কর্তৃপক্ষ টিউলিপের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কুৎসা রটাচ্ছে।
বিভি/এমআর
মন্তব্য করুন: