তারেক রহমান বাংলাদেশে আসার জন্য প্রস্ততি নিচ্ছেন: আযম খান

ছবি: আহমেদ আযম খান
বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, কতিপয় রাজনৈতিক দল গণতন্ত্রকে ব্যাহত করার জন্য উঠেপড়ে লেগেছে। ওই কতিপয় দল দেশের সম্প্রতিকে ব্যাহত করতে চায়।আমরা দেশকে যেভাবে এগিয়ে নিতে চাই, যেভাবে দেশকে ধ্বংস করে গেছে ফ্যাসিবাদিরা, সেই জায়গা থেকে আমরা দেশকে যতো উন্নয়নের পথে এগিয়ে নিতে চাই সেখানে কতিপয় দল বাঁধা হয়ে দাঁড়াচ্ছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে বাংলাদেশ মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল জেলা মহিলা দলের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, তারেক রহমান অতি শিগগিরই দেশে ফিরবেন। তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার জন্য দেশের মানুষ অপেক্ষা করছে। বাংলাদেশে আসার জন্য তিনি প্রস্ততি যাচ্ছেন। আমারাও ব্যাপক প্রস্ততি গ্রহণ করেছি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন বাংলাদেশ মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি বলেন, এই দেশের অর্ধেক হচ্ছে নারী সমাজ আর এই নারী সমাজকে বাদ দিয়ে রাষ্ট্র কখনো চলতে পারে না।
জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক এড.ফরহাদ ইকবাল, শহর বিএনপির সভাপতি আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রক্সি মেহেদী।
অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে মহিলা দলের প্রায় হাজারের অধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিভি/এআই
মন্তব্য করুন: