• NEWS PORTAL

  • বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি গঠন

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩১, ২১ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি গঠন

নজরুল ইসলাম খান (বায়ে) সাইদুল ইসলাম কিসমত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি পিরোজপুর জেলা শাখার নতুন আংশিক আহবায়ক কমিটি গঠিত হয়েছে। নবগঠিত এ কমিটিতে নজরুল ইসলাম খানকে আহবায়ক, সাইদুল ইসলাম কিসমতকে সদস্য সচিব, এলিজা জামান-কে ১ম যুগ্ম আহবায়ক এবং অধ্যাপক আলমগীর হোসেনকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলা বিএনপিকে আরও সাংগঠনিকভাবে শক্তিশালী ও গতিশীল করতেই এ আংশিক কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে জানা যায়।

নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করবেন বলে প্রত্যাশা করছেন জেলা বিএনপির নেতাকর্মীরা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2