আগামী সরকার গঠনের জন্য ভোটারদের মধ্যে সবচেয়ে যোগ্য দল বিএনপি: জরিপ

ফাইল ছবি
আগামী সরকার গঠনের জন্য ভোটারদের মধ্যে সবচেয়ে যোগ্য দল বিএনপি। ৪০ শতাংশের বেশি ভোটার এমন মত দিয়েছেন। জনপ্রিয়তায় ২য় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলাম। দলটিকে ভোট দেবেন বলে জানিয়েছেন ২৮ শতাংশ ভোটার। এদিকে, কার্যক্রম নিষিদ্ধ থাকলেও আওয়ামী লীগকে ভোট দিতে চান প্রায় ১৮ শতাংশ ভোটার। এদিকে, এনসিপি প্রতি আস্থা রাখছেন মাত্র চার শতাংশ ভোটার। দেশব্যাপী দেড় লাখ ওয়ার্ড বা মহল্লার মধ্যে দৈবচয়ন পদ্ধতির মাধ্যমে ১০ হাজার ৪১৩ জনের মধ্যে এই জরিপ চালিয়েছে ইনোভেশন নামের একটি প্রতিষ্ঠান।
গত মার্চের পর আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা নিয়ে আবারো জরিপের ফল প্রকাশ করেছে ইনোভেশন নামে একটি প্রতিষ্ঠান। পিপলস ইলেকশন পোলস সার্ভের ২য় পর্যায়ে যথারীতি ভোটারদের মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে আছে বিএনপি। ৪০ শতাংশের বেশী ভোটার এখনো বিএনপির পক্ষে। ২৮ শতাংশ ভোটারদের সমর্থন পেয়ে ২য় অবস্থানে জামায়াতে ইসলাম। তবে গত মার্চের তুলনায় আওয়ামী লীগের প্রতি প্রায় চার শতাংশ সমর্থন বেড়ে ১৮ শতাংশ সমর্থন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে দলটি । জরিপে এনসিপির জনপ্রিয়তা উল্টে এক শতাংশ কমে পাঁচ থেকে চারে নেমে এসেছে।
জরিপে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক কার্যক্রম নিয়ে ভোটারদের মধ্যে সমর্থন বেড়েছে জামায়াতের প্রতি। ছয়টি বিভাগে বিএনপি এগিয়ে থাকলেও, রংপুরে জামায়াত এবং বরিশালে আওয়ামী লীগ এগিয়ে আছে।
জরিপে ভোট দেওয়ার ক্ষেত্রে প্রতীক বা দলীয় ইশতেহার নয়, প্রার্থীর যোগ্যতাকে গুরুত্ব দিচ্ছে প্রায় ৬৬ শতাংশ ভোটার। যা পিআর পদ্ধতির বিরুদ্ধে জনমতের প্রতিফলন। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ গ্রহণ নিয়ে ভোটারদের মত হচ্ছে প্রায় ৪৬ শতাংশ উত্তর দাতা অংশগ্রহণের সুযোগ দেয়ার পক্ষে।
এছাড়া দেশের প্রায় ৬৬ থেকে ৭০ শতাংশ মানুষ মনে করে ভারত -পাকিস্তানের সাথে সুসম্পর্ক রেখে চলা উচিত।
বিভি/এসজি
মন্তব্য করুন: