বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে: সারজিস আলম

ছবি: সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে সুনামগঞ্জে দলীয় এক সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শহীদ জগতজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়নে জেলা ও উপজেলা কমিটির নেতাদের নিয়ে এই সমন্বয় সভা হয়।
সারজিস আলম বলেন, প্রকাশ্যে তো নয়ই, কেউ যদি মনে মনে চিন্তাও করেন, আওয়ামী লীগ ও তার দোসরদের বিরোধীদল বানাবেন, তাদের ক্ষমতার গুরুত্ব জায়গায় নিয়ে আসতে অন্যকোনও দেশের সাথে নেগোসিয়েশন করবেন, তাহলে জনগণ তাদেরকে বয়কট করবে।
সারজিস আলম আরও বলেন, ভারতীয় আধিপত্যবাদের অধীনে বাংলাদেশে আর কোনও রাজনীতি চলবে না। ভারতের আর্শিবাদপুষ্ট হয়ে কেউ ক্ষমতায় আসতে পারবে না। ছোট দলকে টিটকারি করে, খাটো করে যারা রাজনীতি করতে যাবেন, তাদের পরিণতি ভালো হবে না।
বিভি/এআই
মন্তব্য করুন: