কেন্দ্রীয় নেতাদের আমন্ত্রণ জানিয়ে রংপুরে ফেরার পথে বিএনপি নেতার মৃত্যু

ঢাকা থেকে ফেরার পথে রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বুধবার (৮ অক্টোবর) সকাল ৭টা ১০ মিনিটে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৫৬ বছর।
জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম এবং রংপুর বিভাগীয় জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক ময়েন উদ্দীন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, আসন্ন রংপুর জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে কেন্দ্রীয় নেতাদের আমন্ত্রণ জানাতে আনিছুর রহমান লাকু ঢাকা গিয়েছিলেন। সাংগঠনিক কাজ শেষে রংপুরে ফেরার পথে বগুড়ার শেরপুরে হৃদরোগে আক্রান্ত হলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার জানাজা বুধবার বাদ আসর কালেক্টরেট ঈদগাহ ময়দানে এবং বাদ মাগরিব হোমিও কলেজ জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
আকস্মিক এ মৃত্যুর খবরে দলের নেতা-কর্মীদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। অনেকে নগরীর নুরপুরে তার বাড়িতে ভিড় করছেন, কেউ কেউ কান্নায় ভেঙে পড়েছেন।
পরিচ্ছন্ন ও নিষ্ঠাবান রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত আনিছুর রহমান লাকু অতীতে রংপুর মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
বিএনপি সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি একাধিক মামলার মুখোমুখি হন এবং ১০ বছরের সাজা নিয়ে দীর্ঘদিন কারাভোগ করেন।
তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল ইসলাম, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল ইমরান সুজন, জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।
এছাড়াও রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে), বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিভি/টিটি
মন্তব্য করুন: