জাতীয় ঐক্যের মাধ্যমে দেশ গড়ার চিন্তা করছে বিএনপি: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই যদি ধর্মের ভালো দিকগুলো মানতো, আজকে বিশ্ব অন্য অবস্থায় থাকতো। নিজেদের মধ্যে মারামারি, হানাহানি কিছুই থাকতো না।’ শুক্রবার (১০ অক্টোবর) বিকালে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড সীমেন্স হোস্টেল মাঠে কঠিন চীবর দানোৎসবে এসব কথা বলেন তিনি।
চট্টগ্রাম মহানগরী হিল চাদিগাং বুড্ডিস্ট ওয়েল ফেয়ার সোসাইটি আয়োজিত ১৮তম দানোত্তম কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যের মাধ্যমে দেশ গড়ার চিন্তা করছে। আগামীতেও সবাই মিলে যার যার ধর্ম উৎসব আমরা একসাথে পালন করবো।
অনুষ্ঠানে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার, ধর্ম যার যার নিরাপত্তা সবার, ধর্ম যার যার উৎসব সবার। এ সময় তিনি পাহাড়িদের রাজনীতিতে যুক্ত হওয়ারও আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. সুকুমল বড়ুয়া, বিএনপি নেতা ইসরাফিল খসরু চৌধুরীসহ অন্যরা।
উৎসবমুখর পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় এই কঠিন চীবর দানোৎসব।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: