নির্বাচনে পিআর পদ্ধতির কোন পরিবেশ নেই: ডা. এজেডএম জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশে পিআর পদ্ধতির কোনো পরিবেশ নেই। এক শ্রেণীর লোক নির্বাচনকে প্রলম্বিত করতে এই এই পদ্ধতির দাবি তুলছেন। যারা জনগণের নাম করে এই পদ্ধতি নিয়ে মাঠে লড়াই করছে, তাদের নির্বাচিত হয়ে জাতীয় সংসদে গিয়ে পরবর্তীতে পিয়ার বাস্তবায়ন করার আহ্বান জানান তিনি।
শুক্রবার (১০ অক্টোবর) বিকালে রংপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে রংপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুর রহমান লাকুর স্মরণ সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি আরও বলেন, পিআর নয় দেশের বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি। একইসাথে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত করতে বিএনপির পক্ষ থেকে কমিশনকে সার্বিক সহযোগিতা করার কথাও জানান বিএনপির এই নেতা।
এদিকে, দলের যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল জানান, বিএনপির প্রতীক নিয়ে এক শ্রেণীর লোক প্রশ্ন তুলেছে, যা অযৌক্তিক। এসময় আগামী নির্বাচনের আগেই দেশে ফিরে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগর বিএনপির আহবায় শামসুজ্জামান সামুসহ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: