• NEWS PORTAL

  • শনিবার, ১১ অক্টোবর ২০২৫

বিএনপিকে চুপিসারে ক্ষমতায় আনতে চায় সরকার, অভিযোগ চরমোনাই পীরের

প্রকাশিত: ১৮:০২, ১০ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
বিএনপিকে চুপিসারে ক্ষমতায় আনতে চায় সরকার, অভিযোগ চরমোনাই পীরের

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার বিএনপিকে চুপিসারে ক্ষমতায় আনতে চায়।’ শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শ্রমিক আন্দোলনের সমাবেশে বক্তব্যকালে তিনি এই অভিযোগ করেন।

মুফতি রেজাউল করীম বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার সঙ্গে মাঠে ভূমিকা রেখেছে শ্রমিকেরাও। অভ্যুত্থানের পর দেশে ইসলামপন্থিদের ক্ষমতায় যাওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, ৫৪ বছরের নির্বাচনী অপসংস্কৃতি বন্ধ করতে হলে আগামী দিনে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। পিআর পদ্ধতির নির্বাচনে ঐকমত্যের এজেন্ডায় না আনায় সরকারকে ধিক্কার দিয়েছে সাধারণ জনগণ। বর্তমান সরকার চুপিসারে বিএনপিকে ক্ষমতায় আনতে চায়। জনগণ ঘুমিয়ে নেই। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করবে সাধারণ মানুষ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2