• NEWS PORTAL

  • বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে সারাদেশে জামায়াতের মানববন্ধন

প্রকাশিত: ১৬:৫২, ১৫ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে সারাদেশে জামায়াতের মানববন্ধন

ছবি: সংগৃহীত

পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবিতে দেশের বিভিন্ন জায়গায় মানবন্ধন করেছে জামায়াতে ইসলামী।

বুধবার (১৫ সেপ্টেম্বর)  সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন পালন করেছে দলটি।

এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম। পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্তর দাবি জানান বক্তরা।

একই কর্মসূচি পালন হয়েছে চুয়াডাঙ্গায়। সকালে স্থানীয় প্রেসক্লাবের সামনে এতে উপস্থিত চিলেন, জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা । বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট রুহুল আমিন, সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামানসহ আন্যরা।

এদিকে, খাগড়াছড়ি শাপলা চত্বরে মানবন্ধন করেছে জেলা জামায়াত ইসলামী।

জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সদর উপজেলা আমীর মোহাম্মদ ইলিয়াছ।

অন্যদিকে, নাটোরের কানাইখালীর প্রেসক্লাব চত্তরে এ কর্মসূচির আয়োজন করে নাটোর জামায়াতে ইসলামী।

বক্তব্য রাখেন, দলটির জেলা আমীর ড.মীর নুরুল ইসলাম।

এছাড়া, একই কর্মসূচির পালন করা হয়, নওগাঁ ও ফেনীতেও।
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2