হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া

হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তিনি গুলশানে নিজ বাসভবন ফিরোজা ভিলায় ফেরেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ম্যাডামের (খালেদা জিয়া) সামগ্রিক অবস্থা এখন স্থিতিশীল। এখন হাসপাতালে ভর্তি হওয়ার সময়ের তুলনায় তার অবস্থার উন্নতি হয়েছে।
উল্লেখ্য, স্বাস্থ্য পরীক্ষার জন্য গত বুধবার মধ্যরাতে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। ওই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড দীর্ঘ দিন ধরে তার চিকিৎসা দেখভাল করছে। এর আগে গত ২৮ আগস্ট রাতে একই হাসপাতালে কয়েকটি পরীক্ষার জন্য গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। সেদিন রাতেই তিনি বাসায় ফিরেছিলেন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতা ভুগছেন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: