• NEWS PORTAL

  • শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

জুমার নামাজে যাওয়ার পথে বিএনপি নেতার গাড়ি ভাঙচুর ও গুলি

প্রকাশিত: ১৭:১৭, ১৮ অক্টোবর ২০২৫

আপডেট: ১৮:৪৩, ১৮ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
জুমার নামাজে যাওয়ার পথে বিএনপি নেতার গাড়ি ভাঙচুর ও গুলি

চট্টগ্রামের পটিয়ায় বিএনপি নেতা মোহাম্মদ কাইছের গাড়িতে হামলা, ভাঙচুর ও গুলির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার জিরি ইউনিয়নের জিরিস্থ খলিল মীর বালিকা কলেজের সামনে হামলার এ ঘটনা ঘটে।

বিএনপি নেতার গাড়ির গতিরোধ করে কাশিয়াইশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাসেমের অনুসারীরা এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া যায়।

জানা গেছে, বিএনপি নেতা মোহাম্মদ কাউছ প্রতি সপ্তাহের মতোই গত শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য চট্টগ্রাম নগরী থেকে পটিয়ার কাশিয়াইশস্থ গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। জিরি ইউনিয়নের খলিল মীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গাড়ি পৌঁছলে সামনে একটি মোটরসাইকেল দিয়ে গতিরোধ করা হয়। এরপর আরও দুটি সিএনজিযোগে ১০-১২ জন এসে তার গাড়ি ভাঙচুর ও রাম দা দিয়ে কুপিয়ে দেয়।

এ সময় গাড়ির সামনের গ্লাসে এক রাউন্ড গুলি করা হয় বলে বিএনপি নেতা কাইছ অভিযোগ করেন। এ সময় লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। সংবাদ পেয়ে পটিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এ বিষয়ে পটিয়া থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ঘটনার সংবাদ পেয়ে পটিয়া থানার একদল পুলিশ পাঠানো হয়। তবে এখনো এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিভি/এবি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2