• NEWS PORTAL

  • শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে: সেলিমা রহমান

প্রকাশিত: ১৪:২৬, ১৮ অক্টোবর ২০২৫

আপডেট: ১৪:২৭, ১৮ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে: সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ‘কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে।’ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নারী ও শিশু অধিকার ফোরাম বিভিন্ন অংশীজনদের নিয়ে এ আলোচনা সভার আয়োজন করে।

সেলিমা রহমান আরও বলেন, একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। প্রান্তিক এলাকার লোকজন যেহেতু ধর্মভীরু, তাই তাদের এই বিভ্রান্তি কাটাতে বিএনপির কর্মীদের সাধারণ মানুষকে বোঝাতে হবে।

নারীরা বিএনপির মূল শক্তি উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিএনপিকে পাঁচবার ক্ষমতায় বসানোর মূলে ছিলো নারীদের ভোট। বিএনপি নারীবান্ধব দল উল্লেখ করে আগামী নির্বাচনেও বিএনপিকে জয়যুক্ত করতে নারীদেরই এগিয়ে আসতে হবে বলে জানান তিনি।

আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম,  নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব ও বিএনপি নেত্রী এডভোকেট নিপুণ রায়সহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2