‘রাজনৈতিক দলের সঙ্গে ভাগ-বাঁটোয়ারায় জড়িত উপদেষ্টাদের কথা প্রধান উপদেষ্টাকে বলেছি’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। বুধবার (২২ অক্টোবর) বিকালে বৈঠক শেষে সন্ধ্যায় বের হয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বৈঠকের ব্যাপারে বিস্তারিত জানান।
এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘ছাত্র উপদেষ্টাদের যদি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে দেখা হয়, তাহলে অন্যান্য উপদেষ্টাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁটিয়ে দেখার অনুরোধ জানিয়েছি। কোন কোন উপদেষ্টা রাজনৈতিক দলের প্রতিনিধির সঙ্গে বিভিন্ন ভাগ-বাঁটোয়ারায় জড়িত, তা উল্লেখ করেছি।’
তিনি বলেন, ‘আমরা আজকে জুলাই গণহত্যার বিচার নিয়ে আলোচনা করেছি। সেনাবাহিনীর কয়েকজন সদস্যকে আদালতে আনা হয়েছে–একে আমরা সাধুবাদ জানিয়েছি। দেশের বিভিন্ন জেলায় যে মামলাগুলো হয়েছে, তার অগ্রগতি নিয়ে কথা বলেছি। জুলাই সনদের বিষয়ে কথা বলেছি। জুলাই সনদের কাগজের মূল্যকে এনসিপি বিশ্বাসী নয়। আমরা বাস্তবায়নের নিশ্চয়তা চাই। আইনি ভিত্তি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দিতে পারেন। রাষ্ট্রপতির এই ক্ষমতা নেই।’
এনসিপি আহ্বায়ক বলেন, ‘জুলাই সনদে স্বাক্ষর করব, যদি আমাদের দাবি মেনে নেওয়া হয় এবং বাস্তবায়নের বিষয়ে নিশ্চিত হই।’
নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে এবং এই মুহূর্তে নির্বাচন কমিশন পুনর্গঠন হওয়া উচিত বলেও জানান এই নেতা।
নাহিদ ইসলাম বলেন, ‘যোগ্যতার ভিত্তিতে পদায়ন নিশ্চিতের বিষয়ে আলোচনা করেছি। উপদেষ্টারা অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সুপারিশে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করছেন।’
দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, ‘আজকে আমরা নন-ক্যাডার পদে নিয়োগের বিষয়ে কথা বলেছি, যা প্রধান উপদেষ্টার স্বাক্ষরের অপেক্ষায়। এই বিষয়ে আজকে কথা হয়েছে। প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন, তার টেবিলে ফাইল আসার পর দ্রুততম সময়ে তা স্বাক্ষর করবেন।’
বিভি/টিটি
মন্তব্য করুন: