• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

থানায় ঢুকে পুলিশকে মারধর, ছাত্রশিবিরের সাবেক নেতা গ্রেফতার

প্রকাশিত: ২২:২২, ২২ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
থানায় ঢুকে পুলিশকে মারধর, ছাত্রশিবিরের সাবেক নেতা গ্রেফতার

থানা থেকে আসামি ছাড়িয়ে নিতে না পারায় পুলিশ সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে ছাত্রশিবিরের সাবেক নেতা মো. রায়হানের (২৬) বিরুদ্ধে। এ ঘটনায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (২২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী থানার ভবনের ভেতরে এই ঘটনা ঘটেছে। 

গ্রেফতার মো. রায়হান তিনি হাটহাজারী কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি কোনো পদে নেই। 

এ বিষয়ে অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, মঙ্গলবার (২১ অক্টোবর) হাটহাজারীতে সহপাঠীদের হাতে এক স্কুলছাত্র খুন হওয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারদের ছাড়িয়ে নিতে রাতে থানায় এসে তদবির করতে থাকেন রায়হান। এক পর্যায়ে বুধবার দুপুরে তিন আসামিকে আদালতে পাঠানোর জন্য থানা-পুলিশ প্রস্তুতি নেওয়ার সময় রায়হান ছবি ও ভিডিও করতে থাকেন। সেখানে পুলিশ তাকে বারণ করলে ক্ষিপ্ত হয়ে যান তিনি। একপর্যায়ে পুলিশ সদস্যদের মারধর, ধাক্কাধাক্কি ও কাজে বাধা দেন। অন্য পুলিশ সদস্যরা এসে রায়হানকে ধরে ফেলেন। 

তিনি বলেন, ১৫ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চাকসু) নির্বাচন শেষে ভোট গণনার সময় এক নম্বর গেট এলাকায় বিএনপি-ছাত্রদল এবং জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির মুখোমুখি হলে তাদের সরাতে গিয়ে ইটপাটকেলে মাথায় আঘাত পান তারেক আজিজ। এই ঘটনায় করা মামলায় রায়হানকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2