জনগণের ভোটাধিকার প্রয়োগের আকাঙ্খা বাধাগ্রস্থ করার অধিকার কারও নেই: আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘জনগণের ভোটাধিকার প্রয়োগ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে আকাঙ্খা তা বাধাগ্রস্থ করার কোনো অধিকার কারও নেই। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন হবে। আর, এই নির্বাচনের মাধ্যমে জনগণ তার প্রতিনিধি নির্বাচন করবে।’ শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগীয় জিয়া ফুটবল টুর্নামেন্টর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, বাংলাদেশে স্পোর্টসকে অর্থনীতির অংশ হিসেবে কখনো গুরুত্ব দেওয়া হয়নি। স্পোর্টস যে অর্থনীতিতে কত বড় অবদান রাখতে পারে, তা বিশ্বের বিভিন্ন দেশ যেমন ব্রাজিল ও অস্ট্রেলিয়া প্রমাণ করেছে। তাদের জিডিপির বড় অংশই স্পোর্টস থেকে আসে। তাই, স্পোর্টসের উন্নয়ন কেবল ক্রীড়াঙ্গনকে নয়, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকেও এগিয়ে নিয়ে যাবে।
বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং জাতীয়তাবাদী ক্রীড়া দলের সার্বিক সহযোগিতায় আয়োজিত ‘জিয়া ফুটবল টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করে। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে খেলায় ট্রাইবেকারে হলুদ দলকে হারিয়ে নীল দল চ্যাম্পিয়ন হয়। জাতীয় দলের সাবেক খেলোয়াড় রুম্মন বিন ওয়ালী সাব্বির, আলফাজ, জাহেদ পারভেজ ও সুজন খেলায় নেতৃত্ব দেন। পরে প্রধান অতিথি বিজয়ী দলকে পুরস্কার তুলে দেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ বিএনপি ও অংগ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: