• NEWS PORTAL

  • সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

তারেক রহমানের নেতৃত্বে ১৬ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি: নাজিম উদ্দিন আলম

প্রকাশিত: ২২:১৮, ২৬ অক্টোবর ২০২৫

আপডেট: ২২:১৮, ২৬ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
তারেক রহমানের নেতৃত্বে ১৬ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি: নাজিম উদ্দিন আলম

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা গত ১৬ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। এখন আমাদের একটাই লক্ষ্য—একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন। 

রবিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে চরফ্যাশন উপজেলা বিএনপির আয়োজনে সদর রোডে ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাজিম উদ্দিন আলম বলেন, ছোটখাটো অজুহাতে নির্বাচন পেছানোর চেষ্টা চলছে। তবে আমরা চাই, ড. ইউনুস ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সময়মতো নির্বাচন অনুষ্ঠিত হোক। সেই নির্বাচনে জনগণের ভোটে বিএনপি বিজয়ী হবে। 

‎তিনি বলেন, ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চেয়ে ক্ষমতায় আসে। সম্প্রতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আন্দোলনরতদের কাছে ক্ষমা চেয়েছেন।

এমনকি ১৯৭১ সালের জন্য জামায়াতে ইসলামীও জাতির কাছে ক্ষমা চেয়েছে। আওয়ামী লীগ বারবার ক্ষমা চেয়ে পালিয়ে যায়, বিএনপি আল্লাহর রহমতে এমন কোনো কাজ করে না, যার জন্য ক্ষমা চাইতে হবে এবং পালিয়ে যেতে হবে।
 
চরফ্যাশনের জনগণের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, গত ৩৫ বছর আমি আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলাম। উন্নয়ন থেকে শুরু করে বিপদে-আপদে আপনাদের সঙ্গে থেকেছি।

কারো এক ইঞ্চি জমিও দখল করিনি। আমি বিশ্বাস করি, দল আমাকে মূল্যায়ন করবে। আর আগামী নির্বাচনে জয়লাভ করলে ইনশাআল্লাহ, চরফ্যাশন ও মনপুরার মানুষের আমৃত্যু পাশে থাকব।

‎সভায় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ট্রুম্যান, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর শাহাদাত হোসেন সায়েদ, যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল প্রমুখ।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2