• NEWS PORTAL

  • সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

নোবিপ্রবি ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি জাহিদ, সম্পাদক হাসিব

ফজলে এলাহী ফুয়াদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ২০:৩৭, ২৭ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
নোবিপ্রবি ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি জাহিদ, সম্পাদক হাসিব

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে হাসিবুল হাসান হাসিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) ৬০ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ২০ জন। তারা হলেন-মো. সাব্বির হোসেন শান্ত,মো. আমিনুল ইসলাম, ফারুক আহমেদ খান, মামুন হাসান, মো. শাহিদুল ইসলাম, মো. আশিকুর রহমান জীবন, সর্দার মাহমুদুল হাসান দুর্জয়, রিফাত জামিল রিয়াদ, সাখাওয়াত হোসেন সায়েম, মো. আলজকি, শীতল সাহা, তাজুল ইসলাম রনি, মেহেদী হাসান রবি, এহসান উল করিম আসিফ ভুঁইয়া, আমির হামজা, মো. মিজানুর রহমান, মো. সুজন মিয়া, মেহেদী হাসান রাজিব, মো. শামীম হোসেন, আহম্মাদ করিম মাহমুদ ও মো. রাকিবুল হাসান রাকিব।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ২০ জন। তারা হলেন- আনিনুল ইসলাম বুলবুল,মাকসুদুর রহমান মারুফ, মো. সাখাওয়াত হোসেন, সাজ্জাদ হোসেন মুহিত, মো. শাফিন ইকবাল দিহান, মো. ফেরদৌস রহমান, মো. মোয়াজ্জেম হোসেন, মো. সফিউল ইসলাম হিমেল, মো. নাইমুল আলম, মো. সোহরাওয়ার্দী হোসেন, নাহিদ হাসান নবীন, আব্দুল্লাহ আল মুকিম, মো. জাকারিয়া, কাইফ হাসাফ, মো. মাহমুদুল হাসান অন্তর, অন্তর কুমার রায়, মো. ওয়ালি উল আলিফ, মো. নাফিস ফুয়াদ তকি ও কামরুল ইসলাম রাজন।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক: মো. আলী,দপ্তর সম্পাদক:মো. শরীফুল ইসলাম, প্রচার সম্পাদক: খাইরুল ইসলাম শাওন,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: মেহেদী হাসান বাধন,তথ্য ও গবেষণা সম্পাদক: মো. মোজাম্মেল হোসেন,আন্তর্জাতিক সম্পাদক: আরহাব মাহমুদ শাওকি,মানবাধিকার সম্পাদক: জিদান বিন কাইউম,সমাজসেবা সম্পাদক: ইশতিয়াক আদিব,অর্থ সম্পাদক: তাসফিন আবদুল্লাহ,ছাত্রী বিষয়ক সম্পাদক: ফাতেমা-তুজ-জোহরা,ক্রীড় সম্পাদক: শেখ আবরার নাসিফ,আইন সম্পাদক: আশরাফুল ইসলাম ইমন,স্বাস্থ্য সম্পাদক: রিয়াদ উদ্দিন আলম,ছাত্র বৃত্তি ও কল্যাণ সম্পাদক: আনিসুর রহমান সিফাত,  ধর্ম বিষয়ক সম্পাদক: মো. আকতাহি,বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মো. কাউসার আহমেদ,আপ্যায়ন বিষয়ক সম্পাদক: মো. আরিফুল ইসলাম,সাংস্কৃতিক সম্পাদক: তাসনিমুল তাবরিজ।

নব নির্বাচিত কমিটির সভাপতি মো: জাহিদ হাসান বলেন, শহীদ জিয়ার আদর্শে উজ্জীবীত হয়ে তারেক রহমানের নির্দেশনায় নোবিপ্রবি ছাত্রদল সর্বদা দেশের কল্যাণে, সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবে। আমরা নোবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। আমাদের উপর আস্থার সবটুকু আমরা কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই, সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে পাশে থেকে কাজ করে যেতে চাই সবসময়।

সাধারণ সম্পাদক হাসিবুল হাসান বলেন, নোবিপ্রবি ছাত্রদলের যারা দায়িত্ব পেয়েছেন তারা বিগত সময়ে সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলাম এবং তাদের জন্য কাজ করে যাচ্ছি। আমরা একটি পবিত্র দায়িত্ব পেয়েছি, সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে তাদের মন জয় করবো এছাড়া বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ তাদের মাঝে ছড়িয়ে দিয়ে নোবিপ্রবি ছাত্রদলকে ভালোবাসার স্থানে আসীন করবো‌ ইনশাআল্লাহ।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2