• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

৫ দফা দাবিতে জেলায় জেলায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ

বিভিন্ন জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য

প্রকাশিত: ২১:২৭, ২৭ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
৫ দফা দাবিতে জেলায় জেলায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী  জেলা শাখা।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে রাজবাড়ী শহরের আজাদী ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর রাজবাড়ী জেলা আমীর ও রাজবাড়ী-১ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম।

ঝিনাইদহে ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াত ইসলামী। জুলাই জাতীয় সনদ বাস্তাবায়নসহ তাদের সব দাবি দ্রুত আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিঁয়ারি দেন নেতারা। 

সাতক্ষীরা জেলা জামায়াতের উদ্যোগে বিকাল ৫টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের পাকাপুলের মোড়, নিউমার্কেট চত্বর, খুলনারোড মোড়, নারকেলতলা মোড় হয়ে আবারও একই স্থনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে এসময় নের্তৃত্ব দেন, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

বিকেলে মানিকগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বাস স্ট্যান্ড থেকে মিছিল বের করে। মিছিলটি শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।  এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী থেকে মনোনীত মানিকগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা দেলওয়ার হোসাইন, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ নূরুল ইসলামসহ জামায়াতে ইসলামীর কয়েক শত নেতাকর্মীরা।  

বিক্ষোভে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গন ভোট আয়োজনসহ পাঁচ দফা গণ দাবী আদায়ের লক্ষ্যে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর বিভিন্ন জেলা শাখার নেতৃবৃন্দ।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2