• NEWS PORTAL

  • বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

ঢাকা-১২ আসনের মসজিদের ইমাম-খতিব ও মাদ্রাসার প্রিন্সিপালদের সাথে সাইফুল আলম নিরবের মত বিনিময়

প্রকাশিত: ২১:৫১, ২৮ অক্টোবর ২০২৫

আপডেট: ২১:৫১, ২৮ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
ঢাকা-১২ আসনের মসজিদের ইমাম-খতিব ও মাদ্রাসার প্রিন্সিপালদের সাথে সাইফুল আলম নিরবের মত বিনিময়

ঢাকা-১২ আসনের মসজিদসমূহের ইমাম খতিব ও মাদ্রাসাসমূহের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং অন্যান্য ওলামায়ে কেরামের সাথে মত বিনিময় করেন সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম নিরব। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৯টায় কৃষিবিদ ইনস্টিটিউট কনভেনশন হলে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১২ সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম নিরব। সভাপতিত্ব ও দোয়া পরিচালনা করেন- তেজগাঁও জামিয়া ইসলামিয়ার সম্মানিত মুহতামিম, মাওলানা সাইফুল ইসলাম দামাত বারাকাতুহুম।

সভায় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমেদ্বীন, প্রখ্যাত লেখক ও গবেষক এবং শায়খুল হাদিস মাওলানা যায়নুল আবেদীন দামাত বারাকাতুহম। এ ছাড়াও বক্তব্য রাখেন- লিচুবাগান জামে মসজিদের খতিব মুফতি আল আমিন, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা মুস্তাফিজুর রহমান, ফতি মিজানুর রহমান। 

সভায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন- আম্বরশাহ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি তারিকুর রহমান। এখানে তেজগাঁও, হাতিরঝিল, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগর থানার আওতাধীন বিভিন্ন মসজিদের ইমাম-খতিবগণ এবং বিভিন্ন মাদ্রাসার মুহতামিম ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2