• NEWS PORTAL

  • শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

টাঙ্গাইলে জুলাই শহিদ পরিবার ও আহতদের আর্থিক সহায়তা প্রদান টুকুর 

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৪, ৩০ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
টাঙ্গাইলে জুলাই শহিদ পরিবার ও আহতদের আর্থিক সহায়তা প্রদান টুকুর 

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদ পরিবার ও আহতদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে টাঙ্গাইল শহরে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সাবেক আহ্বায়ক আল আমিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ।

এসময় টাঙ্গাইল সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

পরে সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল সদরে আহত ও নিহত পরিবারের সদস্যদের আর্থিক অনুদান তুলে দেন।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2