• NEWS PORTAL

  • শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

কলি নয়, চাই শাপলা; ছাড় দেওয়ার প্রশ্নই নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত: ২৩:৫২, ৩০ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
কলি নয়, চাই শাপলা; ছাড় দেওয়ার প্রশ্নই নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক তালিকায় যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। এ প্রতীক তালিকার ১০২ নম্বরে যুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'এনসিপি দীর্ঘদিন ধরেই ‘শাপলা’ প্রতীক দাবি করে আসছে এবং এই বিষয়ে কোনো প্রকার সমঝোতা বা ছাড় দেয়ার প্রশ্নই নেই।' 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ে জাতীয় যুবশক্তির আয়োজনে ‘জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে?’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ঐকমত্য কমিশনে বিএনপির নোট অব ডিসেন্ট প্রকৃতপক্ষে নোট অব চিটিং। আর জামায়াত মুখে জুলাই সনদের কথা বললেও তারা নিন্মকক্ষে পিআরের কথা বলে আসন নিয়ে দরকষাকষি করছে। এটা এক ধরনের ভণ্ডামি।

এ সময় ইসির প্রতি আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তালিকায় দ্রুত ‘শাপলা’ যুক্ত করে এনসিপির অধিকার বুঝিয়ে দিন। আমাদের দীর্ঘদিন বিলম্ব করানো হয়েছে বিএনপি-জামায়াতকে সুবিধা দেয়া এবং জনগণের শক্তিকে দমিয়ে রাখার জন্য।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2