একই সাথে যুবদলের তিন নেতাকে শোকজ
দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে যুবদলের তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় যুবদল। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এ নোটিশ দেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া।
শোকজ নোটিশ পাওয়া নেতারা হলেন— যশোর শাখা যুবদলের শার্শা উপজেলা আহ্বায়ক মো. মুস্তাফিজ্জোহা সেলিম ও বেনাপোল পৌর আহ্বায়ক মো. মফিজুর রহমান বাবু, সদস্য সচিব মো. রায়হানুজ্জামান দিপু।
নোটিশে এ তিন নেতার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানাতে পরবর্তী ৩ দিনের মধ্যে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সম্মুখে কেন্দ্রীয় দপ্তরে উপস্থিত হয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
নোটিশে উল্লেখ করা হয়, শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের গুরুত্বপূর্ণ পদে আসীন থাকার পরও তারা জনসম্মুখে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধাচরণ করেছেন। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে যুবদলের নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে, যা দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ হয়েছে বলে মনে করা হচ্ছে।
যশোর-১ সংসদ আসনে কেন্দ্রীয় যুবদলের এ নোটিশের পর শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আলোচনা ও সমালোচনা সৃষ্টি শুরু হয়েছে।
বিভি/এজেড




মন্তব্য করুন: